মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার ধরন, সিলেবাস

772
0
ssc mts 2022

রাজ্য পরিবহণ দপ্তরের পধীনে মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেকনিক্যাল) নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ৩২/২০১৯ অনুযায়ী পরীক্ষাটি কলকাতার বিভিন্ন কেন্দ্রে হবে আগামী ১০ মে রবিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত। তার সিলেবাস জানানো হয়েছে। এইরকম –

পরীক্ষাটি হবে দুই পার্ট বা ভাগে। পার্ট-ওয়ানে থাকবে থাকবে ২০০ নম্বরের ১০০ প্রশ্নের অবজেক্টিভ (এমসিকিউ) টাইপের লিখিত পরীক্ষা। প্রতি প্রশ্নে ২ নম্বর। মোট দেড়ঘণ্টার পরীক্ষা। তাতে ৭৫টি প্রশ্ন হবে জেনারেল স্তাডিজ বিষয়ে, ২৫ প্রশ্ন পাটিগণিতের। জেনারেল স্টাডিজে বিজ্ঞান ও কলা বিষয়ের প্রশ্নও থাকবে। পাটিগণিত হবে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক মানের।

পার্ট-টু পার্সোন্যালিটি টেস্ট, ৫০ নম্বররের। পার্ট-ওয়ানে যাঁরা সফল হবেন তাঁরা এই ধাপের টেস্টে অংশগ্রহণের সুযোগ পাবেন। চূড়ান্ত মেধাতালিকা অবশ্য তৈরি হবে পার্ট-ওয়ান ও পার্ট-টুতে পাওয়া নম্বরের যোগফলের ভিত্তিতে।

এই সিলেবাস দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf20/Download1_notice_03mar.pdf

 

 

PSC, PSC Exam, PSC Motor Vehicle Exam