ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ইনস্টিউটে ১৫ ডেটা এন্ট্রি অপারেটর

734
0

সেন্ট্রাল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ইনস্টিটিউটে দু বছরের শর্ট টার্ম চুক্তিতে ১৫ জন ডেটা এন্ট্রি অপারটের কাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: ১০/২০১৯।

যোগ্যতা ও বয়স: বিএ/ বিকম/ বিসিএ/ বিবিএ/ বিবিএম/ বিএসসি মার্কেটিং সঙ্গে কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে। সবক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। ৩১ মে ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

পারিশ্রমিক: প্রতি মাসে ২০০০০ টাকা।

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ১৮ জুন ২০১৯ তারিখে। ইন্টারভিউয়ের দিন সকাল ৯টায় ‘CENTRAL MANUFACTURING TECHNOLOGY INSTITUTE (CMTI), Tumkur Road, Bengaluru 560022’ ঠিকানায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। http://cmti-india.net/themes/zeropoint/pdf/Recruitment_17.5.19.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।