রাজ্যের এলডিএ/এলডিসির নিয়োগ পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন

711
1

আগে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট/লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের ২০১৫-১৬-র পরীক্ষা নিয়েছিল (06/WBSSC/2015 DT. 27/11/15 এবং 05/WBSSC/2016 DT. 02/03/16) তার বাকি কাজের দায়িত্ব এখন পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের হাতে। পিএসসি ওই পরীক্ষার সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনক্ষণ ঘোষণা করেছে। ২১ মে থেকে ৭ জুন পর্যন্ত বিভিন্ন ব্যাচে ভাগ করে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কাদের কবে কখন কোথায় উপস্থিত হতে হবে তা জানা যাবে পিএসসির ওয়েবসাইটের এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2547830 

সঙ্গে নিয়ে যেতে হবে এইসব প্রমাণপত্রও (মূল ও জেরক্স): (১) এলডিএ/এলডিসি নিয়োগ পরীক্ষার বৈধ অ্যাডমিট কার্ড, (২) মাধ্যমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিট, (৩) কম্পিউটারে মিনিটে অন্তত ২০টি ইংরেজি বা ১০টি বাংলা শব্দ টাইপ করার ক্ষমতা সহ কোনো নামী প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশনে অন্তত ৬ মাসের ট্রেনিংয়ের সার্টিফিকেট, (৪) প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট/প্রতিবন্ধী/কৃতী খেলোয়াড়/প্রাক্তন সমরকর্মী সংক্রান্ত সার্টিফিকেট। এসব ছাড়াও নিয়ে যেতে হবে ২ কপি পাসপোর্ট মাপের ফটো।