রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ৯২ ম্যানেজার, সুপারভাইজার

5568
0
Gramin Bank Officer

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ৯২ জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট-কাম-সুপারভাইজার, স্টাফ অফিসার ক্যাডার ও ক্ল্যারিক্যাল ক্যাডার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২০।

শূন্যপদ: পোস্ট কোড ২২০০১, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড: ২২০০২, ম্যানেজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)।

পোস্ট কোড ২২০০৩, ম্যানেজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমেটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ২২০০৪, ম্যানেজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (তপশিলি উপজাতি)।

পোস্ট কোড ২২০০৫, ম্যানেজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ২২০০৬, ডেপুটি ম্যানেজার গ্রেড ওয়ান (হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ২২০০৭, অ্যাসিস্ট্যান্ট-কাম-সুপারভাইজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ২২০০৮, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিবি এ ১)।

পোস্ট কোড ২২০০৯, অ্যাসিস্ট্যান্ট-কাম-সুপারভাইজার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত)।

পোস্ট কোড ২২০১০, স্টাফ অফিসার ক্যাডার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ২০ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ২)।

পোস্ট কোড ২২০১১, ক্ল্যারিক্যাল ক্যাডার (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ৬০ (অসংরক্ষিত ৩০, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬, ওবিসি এ ৬, ওবিসি বি ৬)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: পোস্ট কোড ২২০০১: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কস্ট অ্যাকাউন্ট্যান্ট/ এমবিএ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

পোস্ট কোড ২২০০২: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল।

পোস্ট কোড ২২০০৩: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সফটওয়্যারে এমসিএ/ বিটেক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

পোস্ট কোড ২২০০৪: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে নেপালি বলতে, লিখতে ও কথা বলতে জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল।

পোস্ট কোড ২২০০৫: ল গ্র্যাজুয়েট ডিগ্রি।

পোস্ট কোড ২২০০৬: গ্র্যাজুয়েট ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা এবং ব্যাঙ্ক বা কর্পোরেট সেক্টরে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দশ বছরের অভিজ্ঞতা।

পোস্ট কোড ২২০০৭: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল-কাম-ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

২২০০৮: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল।

২২০০৯: অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট, নেপালি ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা বা সমতুল।

২২০১০: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল। সিএ/আইসিডব্লুএ/ এমবিএ এবং কম্পিউটারের জ্ঞান।

২২০১১: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা।

আবেদনের ফি: ৬৫০ টাকা (আবেদনের ফি ৪০০ টাকা+ প্রসেসিং ফি ২৫০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতিদের শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.webcsc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

http://www.webcsc.org/doc/Advertisement%2002%20of%202020%20.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

State Co-Operative Bank, Co-Operative Bank Exam