রাজ্যে আরও চার নতুন বিশ্ববিদ্যালয়

701
0

রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আরও চারটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেতে চলেছে। প্রতি রাজ্যে একটি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ভাবনা নিয়েই রাজ্য সরকারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে চারটি জেলা নতুন বিশ্ববিদ্যালয় পেতে চলেছে সেগুলি হল মুর্শিদাবাদ, আলিপুর দুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং। এরই সঙ্গে পূর্ব মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়কে জাতির জনকের নামে করে নতুন আঙ্গিক দেওয়া দেওয়া হবে বলে প্রকাশ। এই নতুন চারটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে সব মিলিয়ে রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ২৮। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দার্জিলিং জেলা নতুন বিশ্ববিদ্যালয় পেতে চলেছে। বর্তমানে বহরমপুরে অবস্থিত কে এল কলেজকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করে সেখানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হবে। যদিও দার্জিলিং গ্রিন ফিল্ড বা কৃ্ষ্ণনাথ বিশ্বদ্যিালয়ের নামকরণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নতুন নামকরণ হতে পারে। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয় হবে বালুরঘাটে। উল্লেখ্য, দার্জিলিং জেলায় বিশ্ববিদ্যালয়েরর জন্য স্থানীয় মানুষদের দাবি ছিল দীর্ঘ দিনের। সাধারণ পড়াশেনোর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে চা, তামক, বনসৃজন, পর্বতারোহণ বিদ্যা এবং মৃত্তিকা বিদ্যা সহ নানান বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে।