রাজ্যে ফায়ার অপারেটর নিয়োগের শারীরক মাপজোক ও সক্ষমতা পরীক্ষা

907
0
WBPSC, Fire Operator Recruitment

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগ পরীক্ষার (বিজ্ঞপ্তি নং ১৫/২০১৮) সফল প্রার্থীদের শারীরিক মাপজোক ও তাতে সফল হলে সহনশীলতা পরীক্ষা (এনডিওরেন্স টেস্ট)-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুরু হবে ১৯ নভেম্বর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত, মাঝে কিছু ছুটির দিন বাদে। কললেটার ডাউনলোড করে নিতে হবে, ১৩ নভেম্বর থেকে পিএসসির ওয়েবসাইটে। এই ঘোষণা সহ কার কবে কখন টেস্ট সেই তালিকা পাবেন এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2715491