রাজ্যে ফায়ার অপারেটর নিয়োগের শারীরিক মাপজোক ও সহনশীলতা পরীক্ষার সূচি

790
0
WBPSC, Fire Operator Recruitment

রাজ্য অগ্নিনির্বাপণ ও আপৎকালীন পরিষেবা (ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস) দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগের জন্য (পিএসসির বিজ্ঞপ্তি নং ১৫/২০১৮) শারীরিক মাপজোক ও তাতে সফল হলে শারীরিক সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট) হবে আগামী ১৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ব্যাচে ভাগ করে। শুরু সকাল ১০টা থেকে, উপস্থিত হতে হবে সকাল ৯টায়। এজন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ১০ মার্চ থেকে। কাদের কবে পরীক্ষা তা দেখা যাবে পিএসসির বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20200305153645_Schedule16-03to3-04-2020.pdf&param2=advertisement