Site icon জীবিকা দিশারী

রাজ্যে সরকারি কলেজগুলিতে ১৭১ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

St. Xaviers College Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে রাজ্যের ডিগ্রি কলেজ, বিপিএড কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজগুলিতে ১৭১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

১) ডিগ্রি কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিষয় অনুযায়ী শূন্যপদ: বাংলা ৮, বটানি ১২, কেমিস্ট্রি ৪, কমার্স ৪, কম্পিউটার সায়েন্স ৪, ইকোনমিক্স ১, এডুকেশন ৩, ইংলিশ ১২, জিওগ্রাফি ৪, জিওলজি ৪, হিস্ট্রি ১০, ল ৬, ম্যাথমেটিক্স ৯, মাইক্রোবায়োলজি ৫, নিউট্রিশন ৩, পার্শিয়ান ১, ফিলোজফি ২, ফিজিক্স ৯, ফিজিওলজি ৩, পলিটিক্যাল সায়েন্স ১০, সাইকোলজি ১, সংস্কৃত ৩, সাঁওতালি ১, সোশিওলজি ২, স্ট্যাটিস্টিক্স ৩, টিবেটান ১, উর্দু ১, জুলজি ৮।

২) বিপিএড কলেজগুলিতে ফিজিক্যাল এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদ ৭।

৩) টিচার্স ট্রেনিং কলেজগুলিতে বিষয় অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদ: অ্যারাবিক (মেথডলজি কোর্স) ২, বাংলা (মেথডলজি কোর্স) ১, ইকোনমিক্স (মেথডলজি কোর্স) ১, এডুকেশন (ফাউন্ডেশন কোর্স) ১, এডুকেশন (মেথডলজি কোর্স) ৪, ইংলিশ (মেথডলজি কোর্স) ২ জিওগ্রাফি (মেথডলজি কোর্স) ২, হিন্দি (মেথডলজি কোর্স) ১, হিস্ট্রি(মেথডলজি কোর্স) ১, ম্যাথমেটিক্স (মেথডলজি কোর্স) ৩, নিউজিক (মেথডলজি কোর্স) ৩, ফিলোজফি (মেথডলজি কোর্স) ১, ফিজিক্স (মেথডলজি কোর্স) ২, সাইকোলজি (মেথডলজি কোর্স) ২, সংস্কৃত (মেথডলজি কোর্স) ১, উর্দু (মেথডলজি কোর্স) ২, জিওলজি (মেথডলজি কোর্স) ১।

বেতনক্রম: পে ব্যান্ড ওয়ান অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৬০০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ডিগ্রি কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ভালো অ্যাকাডেমিক রেকর্ড সঙ্গে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল।

বিপিএড কলেজগুলিতে ফিজিক্যাল এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ১) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি এবং ২) ফিজিক্যাল এডুকেশনে নেট/ স্লেট/ সেট পাশ।

টিচার্স ট্রেনিং কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্সে ১) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সায়েন্স/ কমার্স/ আর্টসে মাস্টার ডিগ্রি, ২) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএড এবং ৩) নেট/ স্লেট/ সেট পাশ অথবা ১) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এডুকেশনে এমএ, ২) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিএড এবং ৩) নেট/ স্লেট/ সেট পাশ।

মেথডলজি কোর্সের ক্ষেত্রে ১) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি, ২) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএড এবং ৩) নেট/ স্লেট/ সেট পাশ।

মিউজিকের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মিউজিকে মাস্টার ডিগ্রি এবং নেট/ স্লেট/ সেট পাশ।

আবেদনের ফি: ২১০। অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে এবং অফলাইনে চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় ফি দেওয়া যাবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। অফলাইনে আবেদনের ফি দেওয়া যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত, চালান ডাউনলোড করা যাবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: http://www.pscwbapplication.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। একের বেশি ক্যাটেগরির জন্য আবেদন করতে চাইলে আলাদা করে আবেদনের ফি সহ আবেদন করা যাবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version