রাজ্যে সরকারি পলিটেকনিকগুলিতে হিউম্যানিটিজ লেকচারার নিয়োগের ইন্টারভিউ সূচি

598
0
upsc interview

রাজ্যের সরকারি পলিটেকনিকগুলিতে হিউম্যানিটিজের লেকচারার নিয়োগের জন্য পিএসসির বিজ্ঞপ্তি নং 24(xii)/2018 অনুযায়ী ইন্টারিভিউ সূচি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত বিভিন্ন ক্যাটেগরির শেষ প্রার্থীর নম্বরও। ইন্টারিভিউ শুরু হবে আগামী ৩১ মার্চ, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। এজন্য ই-কললেটার ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করা যাবে আগামী ২৪ মার্চ থেকে। কাদের কবে ইন্টারভিউ সেই তালিকা সহ পিএসসির এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://wbpsc.gov.in/Download?param1=20200318175510_interviewschedule-Humanities.pdf&param2=advertisement