রাজ্যে স্কুলগুলির সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার কললেটার

1032
0
daily current affairs

রাজ্য সরকারের সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিসে স্কুলগুলির সাব-ইনস্পেক্টর নিয়োগের (বিজ্ঞপ্তি নম্বর ২২/২০১৮) জন্য পিএসসির প্রিলিমিনার স্ক্রিনিং টেস্ট হবে ৭ অক্টোবর বেলা ১২টা থেকে ১-৩০ পর্যন্ত। পরীক্ষার তারিখ ও সিলেবাস আমরা আগেই জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=7650)। পরীক্ষায় বসার জন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে, আলাদা করে কাউকে পাঠানো হবে না।

কললেটার ডাউনলোড করা যাবে ২৮ সেপ্টেম্বর থেকে, এই লিঙ্কে: http://www.pscwbapplication.in