রাজ্যে স্কুল সাব-ইনস্পেক্টর নিয়োগের ইন্টারভিউ ও কললেটারের তারিখ

856
0
civil service interview

রাজ্য সরকারের সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিসে স্কুল এডুকেশন বিভাগের অধীনে স্কুলগুলির সাব-ইনস্পেক্টর নিয়োগের (বিজ্ঞপ্তি নং ২২/২০১৮) ইন্টারভিউয়ের তারিখ ঘোষিত হয়েছে। ইন্টারভিউ বিভিন্ন ব্যাচে ভাগ করে প্রতিদিন ২টি বোর্ডের অধীনে শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কললেটার ডাউনলোড করা যাবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। কাদের কবে ইন্টারভিউ হবে তার তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf19/2712326_09_2019.pdf