রাজ্যে হচ্ছে আবগারি থানা, নিয়োগ হবে আড়াই হাজার কর্মী

1315
0
WB Police Recruitment 2024

রাজ্যে এবার তৈরি হতে চলেছে আবগারি থানা। মূলত বেআইনি মদ বিক্রি রুখতে মন্ত্রিসভায় আবগারি থানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

যার কারণে ২৩৪ জন এসআই, ৫৮৫ জন এএসআই এবং ১৭৫৪ জন আবগারি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত,  পরিকল্পনা নেওয়া হয়েছে ২ – ৩টি থানা এলাকা মিলিয়ে একটি আবগারি থানা এলাকা গড়া হবে। যার জন্য বর্তমানে প্রায় ১১৭টি আবগারি থানা বা এক্সাইজ স্টেশন নির্মাণ প্রয়োজন।

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই আড়াই হাজার নতুন আবগারি বিভাগে নিয়োগের প্রক্রিয়া খব শীঘ্রই সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তি সম্বন্ধে খবর থাকলে তা অবশ্যই জীবিকা দিশারী পোর্টালে জানিয়ে দেওয়া হবে।

 

 

Excise Recruitment, Recruitment in WB