রাজ্যে ৪৯৭৬ স্টাফ নার্স নিয়োগের দরখাস্ত চলছে

986
0
UPSC Nursing Officer Recruitment

গত ১৬ জুলাই জীবিকা দিশারী ওয়েব পোর্টালে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৯৭৬ জন স্টাফ নার্স গ্রেড টু (স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভা, অর্থাৎ সংরক্ষিত শূন্যপদে) নিয়োগের খবর দেওয়া হয়েছিল (https://jibikadishari.co.in/?p=6460 লিঙ্কে)। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, বিস্তারিতভাবে জানানো হল।

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো নার্সিং ট্রেনিং স্কুল/ কলেজ থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি/ বেসিক বিএসসি (নার্সিং)/ পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ। বাঞ্ছনীয়: বাংলা/ নেপালি ভাষা লিখতে ও বলতে পারা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের ফি: ২১০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর ০০৫১-০০-১০৪-০০২-১৬-তে ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: অনলাইন আবেদন করতে হবে www.wbhrb.in  ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি https://eadmission.net.in/recruitment/home/detail_view?id=17 >Apply now > https://eadmission.net.in/recruitment/home/register_new/17 লিঙ্কে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুলাই ২০১৮ রাত ৮টা পযর্ন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.wbhrb.in ওয়েবাসাইটে।