Site icon জীবিকা দিশারী

রাজ্য আবগারি বিভাগের সাব-ইন্সপেক্টর প্রিলি পরীক্ষার ফল

WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আবগারি (এক্সাইজ) বিভাগে সাব-ইনস্পেক্টর ও লেডি সাব-ইনস্পেক্টর নিয়োগের ২০১৮-র প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। নিচের লিঙ্কে ক্লিক করে তা দেখা যাবে, নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, জন্মতারিখ ও জেলার উল্লেখ করে সাবমিট করলে। এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/si-excise-pre-2018.php

সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও শারীরিক মানের পরীক্ষা হবে জেলাভিত্তিক নির্ধারিত দুটি স্পেশ্যাল রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে, নির্ধারিত দুটি স্থানে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদের প্রার্থীদের জন্য SAP 3rd Bn., Parade Ground, Mangal Pandey Uddyan, Barrackpore, Kolkata -700120 এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, হুগলি জেলা ও অন্যান্য রাজ্যের প্রার্থীদের জন্য SAP 2nd Bn., Parade Ground, Mangal Pandey Uddyan, Barrackpore, Kolkata -700120 ঠিকানায়। সেই পরীক্ষা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, আগামী ২৬ নভেম্বর থেকে, রাজ্য পুলিশের বা রাজ্য আবগারি দপ্তরের ওয়েবসাইট (http://policewb.gov.inhttps://excise.wb.gov.in) থেকে। সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস করেও তা জনানো হবে। কাউকে ডাক মারফৎ কাউকে কিছু পাঠানো হবে না। এবিষয়ে বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কে: http://policewb.gov.in/wbp/recruit/excise-si/English-Notice-171118.pdf

Exit mobile version