রাজ্য গ্রুপ-ডি আর কোনো ইন্টারভিউ নয়

639
0

পশ্চিমবঙ্গ গ্রুপ-ডি নিয়োগ পর্ষদ জানিয়েছে, তাদের ২০১৭-র নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশিত হয়েছে ১৮-০৮-২০১৮ তারিখে, এবং ওই পরীক্ষার সূত্রে আর কোনো ইন্টারভিউ হবার সুযোগ নেই। কিন্তু তবু কোনো-কোনো অসাধু ব্যক্তি বা সংগঠন কোনো-কোনো প্রার্থীকে ভুয়ো ইন্টারভিউ লেটার বা এমনকি নিয়োগপত্র পাঠাচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে বলে পর্ষদ জানিয়েছে। যে-কোনো যথাযথ আপডেট কেবল পর্ষদের ওয়েবসাইটেই পাওয়া যাবে, ব্যক্তিগত কোনো সূত্রে নয়। পর্ষদের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.wbgdrb.in/upload_doc/Notice%20dt.%2011.06.2019.pdf