রাজ্য গ্রুপ-ডি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মেধাস্থান, নিজের উত্তর করা ওএমআর শিট মিলবে ওয়েবসাইটেই

558
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য গ্রুপ-ডি নিয়োগ পর্ষদ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৭ সালের গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ক্যাটেগরির প্রার্থীরা কত নম্বর পেয়েছেন, সেই ক্যাটেগরিতে কার মেধাগত অবস্থান কত তা আপলোড করার জন্য পর্ষদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। কী করে নম্বর ও মেধাস্থান জানা যাবে তা ওয়েবসাইটে জানানো হবে, প্রার্থীর পরীক্ষায় উত্তর করা ওএমআর শিটও আপলোড করা হবে। এজন্য নজর রাখতে হবে পর্ষদের ওয়েবসাইটে (www.wbgdrb.in), জীবিকাদিশারীর পোর্টালেও জানানো হবে । পর্ষদের এই ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbgdrb.in/upload_doc/Notice%20dt.03.04.2019.pdf