রাজ্য নার্সিং ট্রেনিংয়ে আবেদনের ভুল সংশোধনের সুযোগ

817
0
UPSC Nursing Officer Recruitment

রাজ্য সরকারের ২ বছরের অগজিলিয়ারি নার্সিং (https://jibikadishari.co.in/?p=11235) ও ৩ বছরের জেনারেল নার্সিং কোর্সে (https://jibikadishari.co.in/?p=11229) ভর্তির জন্য যাঁরা আবেদন করেছেন (বিজ্ঞপ্তি নং HNG/4T-38-2018/Pt.1/502 Dated 31.05.2019 ও HNG/4T-43-2018/501 Dated 31.05.2019) তাঁরা আবেদনে কোনো ভুল করে থাকলে কিছু-কিছু ক্ষেত্রে সংশোধনের সুযোগ পাবেন আগামী ২০ জুন সকাল ১০টা থেকে ২২ জুন সন্ধে ৬টা পর্যন্ত। অনলাইনে (www.wbhealth.gov.in) নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সেই সংশোধন করতে পারবেন। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ৬ জুন তারিখের এক বিজ্ঞপ্তিতে (HNG/4T-38-2018/Pt.1/534 Dated 06.06.2019) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://www.wbhealth.gov.in/uploaded_files/notice/5341.pdf