পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার নিয়োগের প্রাইমারি স্ক্রিনিং টেস্টের সিলেবাস ও ধরন-ধারণ জানিয়ে দেওয়া হয়েছে। অবজেক্টিভ এমসিকিউ টাইপের ১০০ নম্বভরের পরীক্ষা হবে, সময় একঘণ্টা তিরিশ মিনিট। ১০০ প্রশ্ন, প্রতি প্রশ্নে ১ নম্বর। ৪টি সেটে প্রশ্নপত্র সাজানো হবে— এ, বি, সি, ডি।
সিলেবাস: ডেফিনিশন অব ট্যুরিজম (১. কনসেপ্ট অ্যান্ড, ২. ডোমেস্টিক ট্যুর, ৩. ইন্টার-রিজিওনাল অ্যান্ড ইন্ট্রারিজিওনাল)। হিস্ট্রি অব ট্যুরিজম ইন ইন্ডিয়া (১. হিস্ট্রি অব ট্র্যাভেল ইন নাইন্টিন্থ অ্যান্ড টোয়েন্টিয়েথ সেঞ্চুরি, ২. নেশন অ্যাকশন প্ল্যান ১৯৯২, ৩. পোস্ট-নাইন্টিন নাইন্টিটু ট্রেন্ডস। ট্যুরিস্ট রিসোর্সেস ইন ইন্ডিয়া (১. রিলিজিওন বেসড, ২. ফেস্টিভাল বেসড, ৩. জিওগ্রাফি বেসড)। বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইন ট্যুরিজম-ট্রান্সপোর্ট (১. এয়ার ট্রান্সপোর্টেশন, ২. ল্যান্ড ট্রান্সপোর্টেশন, ৩. ওয়াটার ট্রান্সপোর্টেশন। ট্যুরিজম, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট (১. ট্যুরিজম, প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং, ২. ট্যুরিজম, ট্র্যাভেল এজেন্সি অ্যান্ড ম্যানেজমেন্ট, ৩. ট্যুরিজম, হসপিট্যালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট)। লিগাল ইস্যুজ ইন ট্যুরিজম (১. বিজনেস এথিক্স, ২. অল ট্র্যাভেল রিলেটেড অ্যাক্টস, ৩. অল এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্টস)।
প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, এক-তৃতীয়াংশ হারে।
পিএসিসির এই সিলেবাস ইত্যাদি দেখতে পাবেন এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2730531