রাজ্য পুলিশে কোস্টাল সিকিউরিটি টেকনিঃ স্টাফ নিয়োগে আবেদনগ্রহণ স্থগিত

973
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

রাজ্য পুলিশের কোস্টাল সিকিউরিটি স্কিমে টেকনিক্যাল স্টাফ নিয়োগের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবার কথা ছিল ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব রক্ষার সরকারি প্রয়াসের সঙ্গে তাল মিলিয়ে সেই আবেদন গ্রহণ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হল। নতুন করে কর্মসূচি ঠিক হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের এই বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE – 09/2020 (CS – 20)) দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/TSPostponment.pdf