রাজ্য ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর পদের জন্য শারীরিক পরীক্ষা

1743
0
WBPSC, Fire Operator Recruitment

পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপণ ও আপৎকালীন পরিষেবা (ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস) দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগের জন্য (পিএসসির বিজ্ঞপ্তি নং ১৫/২০১৮) পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপজোক ও তাতে সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হবে আগামী ৯ নভেম্বর সকাল ১০টা থেকে (রিপোর্টিং টাইম ৯টা), বিভিন্ন ক্যাটেগরির ব্যাচে ভাগ করে, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ২ নভেম্বর থেকে। কার কবে কখন পরীক্ষা তা জানা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20201016145943_reSchedule(9.11.20-03.12.20).pdf&param2=advertisement

 

WB Fire Operator, WB Jobs