রাজ্য বিদ্যুতে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড

1340
0
Folafal Final Pic

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোটিফিকেশন নম্বর MPP/2018/04 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরঅ্যান্ডএ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফঅ্যান্ডএ) ও জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স) পদে নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ৯ ডিসেম্বর, রবিবার, কলকাতায়। তার জন্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এবং তাঁদের এসএমএস ও ইমেল করে সেকথা জানিয়ে কার্ড ডাউনলোড করে নিতে বলা দেওয়া হয়েছে। ডাউনলোড করতে না পেলে সাহায্যের জন্যা ইমেল (examhelpdeskwb@gmail.com) বা ফোন (নম্বর 7303661079/ 7303661575) করে জানাতে পারেন। কার্ড ডাউনলোড করতে ও বিস্তারিত জানতে পারবেন সংস্থার ওয়েব সাইটে, কেরিয়ার ট্যাবে ক্লিক করে (www.wbsedcl.in > career)।