রাজ্য সংশোধনাগারে অফিসার নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ

745
0
Folafal Final Pic

রাজ্য পিএসসির মাধ্যমে বিজ্ঞপ্তি নং ৮(১)/২০১৮ অনুযায়ী পশ্চিমবঙ্গ সংশোধনাগার (জেল) সংক্রান্ত দপ্তরে প্রবেশন-কাম-আফটারকেয়ার অফিসার নিয়োগের জন্য ইন্টারিভিউয়ের কর্মসূচি ঘোষিত হয়েছে। ইন্টারভিউয়ের জন্য সফল হওয়া বিভিন্ন ক্যাটেগরির শেষ প্রার্থীদের নম্বরও জানানো হয়েহে। ইন্টারভিউ শুরু আগামী ২১ অক্টোবর। এজন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে, ১৪ অক্টোবর বা তার পরে।

নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা সহ এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2712777