রাজ্য সংশোধনাগার দপ্তরে ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার নিয়োগের লিখিত পরীক্ষার ফল

974
0
Folafal Final New

পশ্চিমবঙ্গ রাজ্য সংশোধনাগার বিভাগে ওয়ার্ডার/ফিমেল ওয়ার্ডার নিয়োগের ২০১৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের এরপর শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ, চলবে ৬ মার্চ পর্যন্ত, দুটি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, প্রতিদিন সকাল ৭টা থেকে। এই দুই বোর্ড: (১) প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড-১ (টেস্টের স্থান SSF Bn. Parade Ground, Mangal Pandey Uddyan, P.O.-Barrackpore, Dist.-North 24 Pgs., Pin-700120), (২) প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড-২ (টেস্টের স্থান SAP 3rdBn. Parade Ground, Mangal Pandey Uddyan, P.O.-Barrackpore, Dist.-North 24 Pgs., Pin-700120)। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিতে হবে, আলাদা করে কাউকে কোনো ছাপানো কপি পাঠানো হবে না। ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে: www.wbpolice.gov.inwww.wbcorrectionalservices.gov.in

লিখিত পরীক্ষার ফল সংক্রান্ত এই ১২ তারিখের বিজ্ঞপ্তি (No. WBPRB/NOTICE-2020/ 2(JW-19)) দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/EnglishNotice_Warder.pdf

ফল দেখা যাবে নিজের জেলা, অ্যাপ্লিকেশন সিরিয়াল নং ও জন্মতারিখ উল্লেখ করে, এই লিঙ্কে:

http://wbpolice.gov.in/WBP/Common/WBP_View_Result.aspx?RecId=20190005&NotId=235