রাজ্য স্কুল সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

566
0
Folafal Final New

রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে সাব-ইনস্পেক্টর অব স্কুলস পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ২২/২০১৮ অনুযায়ী যে পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ৩৩৮ জন প্রার্থীর নাম। পুরো তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20200303162756_RECOMENDATIONSISCHOOL.pdf&param2=advertisement

তালিকার শেষে জানানো হয়েছে বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও। কমিশনের পক্ষ থেকে কাউকে আলাদা করে চিঠি দিয়ে জানানো হবে না।