রাজ্য স্বাস্থ্য দপ্তরে ডাক্তার, নার্স নিয়োগের ইন্টারভিউ কললেটার

688
0
WB Health, Health Facility Manager

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১৩২৯ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, ১৬৮ জন ব্লক মেডিকেল অফিসার ও ৮১৫৯ জন স্টাফ নার্স গ্রেড-টু-২০১৯ নিয়োগের ইন্টারভিউ কললেটার ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদের ওয়েবপেজে (https://www.wbhrb.in/)। নিজের আবেদনের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তা ডাউনলোড করা যাবে।