রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

2188
0
WB Health, Health Facility Manager

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১৯ জন ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট, ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার ও ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট নিয়োগ করা হবে৷ বর্তমান অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক এই নিয়োগ৷

শূন্যপদ ও নিয়োগ স্থান: ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট: শূন্যপদ ১১, নিয়োগ হবে বাঁকুড়া, নদিয়া, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, রামপুরহাট এইচডি, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে৷

ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার: শূন্যপদ ২, নিয়োগ হবে ঝাড়গ্রাম ও কালিম্পংয়ে৷

ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট: শূন্যপদ ৬, নিয়োগ হবে বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগণা, জলপাইগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে৷

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি covid19hrhealth@gmail.com ই-মেল আইডিতে পাঠাতে হবে আগামী ২১ এপ্রিলের মধ্যে৷ আবেদনপত্রের নির্দিষ্ট বয়ান পাওয়া যাবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Advt.203_.pdf লিঙ্কে আবেদনপত্রের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷