রাজ্য স্বাস্থ্য দপ্তরে ১১০৬ হোমিওপ্যাথ ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট

791
0
WB Health, Health Facility Manager

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ৮৬৩ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ২৪৩ জন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

 

১) বিজ্ঞপ্তি নম্বর: R/MT(OTHERS), GR.III/77(1)/2019. মেডিকেল টেকনোলজিস্ট পদে ৮৬৩ জন নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: মেডিকেল টেকনোলজিস্ট (আরডি): ৪৯ (অসংরক্ষিত ২৪, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ২৪, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৩, ওবিসি এ ৫, ওবিসি বি ৪, শারীরিক প্রতিবন্ধী ২)। মেডিকেল টেকনোলজিস্ট (ইসিজি): ৩১৭ (অসংরক্ষিত ১৬৩, তপশিলি জাতি ৭১, তপশিলি উপজাতি ১৯, ওবিসি এ ৩১স ওবিসি বি ২৩, শারীরিক প্রতিবন্ধী ১০)। মেডিকেল টেকনোলজিস্ট (আরটি): ২৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৬, শারীরিক প্রতিবন্ধী ২)। মেডিকেল টেকনোলজিস্ট (ডায়ালিসিস): ৩৬ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৩, ওবিসি বি ৩, শারীরিক প্রতিবন্ধী ২)। মেডিকেল টেকনোলজিস্ট (ইইসি/ ইএমজি): ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ১)। মেডিকেল টেকনোলজিস্ট (ক্যাথ ল্যাব): ১৩ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)। মেডিকেল টেকনোলজিস্ট (পারফিউশিনিস্ট): ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেডিকেল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার): ৩৩২ (অসংরক্ষিত ১৭০, তপশিলি জাতি ৭৪, তপশিলি উপজাতি ২০, ওবিসি এ ৩৪, ওবিসি বি ২৪, শারীরিক প্রতিবন্ধী ১০)। মেডিকেল টেকনোলজিস্ট (অডিওমেট্রি): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। মেডিকেল টেকনোলজিস্ট (ওটি): ৭২ (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি এ ৭, ওবিসি বি ৬, শারীরিক প্রতিবন্ধী ৩)।

যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ হায়ার সেকেন্ডারি (১০+২) বা সমতুল পাশ সহ মেডিকেল টেকনোলজিতে (সংশ্লিষ্ট বিষয়ে) দু বছরের ডিপ্লোমা অথবা মেডিকেল টেকনোলজির (সংশ্লিষ্ট বিষয়) ব্যাচেলর ডিগ্রি।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৯ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: পে ব্যান্ড থ্রি অনুযায়ী মূল বেতন ৭১০০-৩৭৬০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৩৬০০ টাকা ও অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ১৬০ টাকা। পশ্চিমবঙ্গ সরাকারের গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম চালু আছে এমন কোনো ব্যাঙ্কের মাধ্যমে ফি জমা দিতে হবে ০০৫১-০০-১০৪-০০২-১৬ শিরোনামের গভঃ রিসিট অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না।

 

২) বিজ্ঞপ্তি নম্বর: R/HMO./78(1)/2019. রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি হেলথ সার্ভিসে ২৪৩ জন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: ২৪৩ (অসংরক্ষিত ১২৬, তপশিলি জাতি ৫৪, তপশিলি উপজাতি ১৪, ওবিসি এ ২৫, ওবিসি বি ১৭, শারীরিক প্রতিবন্ধী ৭)।

বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৫৪০০ টাকা ও অন্যান্য ভাতা।

যোগ্যতা: হোমিওপ্যাথিতে ব্যাচেলর ডিগ্রি। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। কাউন্সিল অব হোমিওপ্যাথিক মেডিসিনে পার্ট ‘এ’ অথবা সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথির পার্ট ওয়ানে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ২১০ টাকা। পশ্চিমবঙ্গ সরাকারের গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম চালু আছে এমন কোনো ব্যাঙ্কের মাধ্যমে ফি জমা দিতে হবে ০০৫১-০০-১০৪-০০২-১৬ শিরোনামের গভঃ রিসিট অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: দুটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

মেডিকেল টেকনোলজিস্ট পদের ক্ষেত্রে অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।