রাষ্ট্রীয় সার রসায়নে ২৩৭ ট্রেড অ্যাপ্রেন্টিস

schedule
2019-05-31 | 12:44h
update
2019-05-31 | 12:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে ২৩৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

 

১) রিজিওনাল ডিরেক্টর অব অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের অধীন পদের শূন্যপদ (আরডিএটি): অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট (এওসিপি): ৪০। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট (এলএসিপি): ৫। ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট (আইএমসিপি): ২০। মেন্টেন্যান্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট (এমএমসিপি): ২০। ইলেক্ট্রিশিয়ান: ১৭। বয়লার অ্যাটেন্ড্যান্ট: ২। মেশিনিস্ট: ২। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ২। স্টেনোগ্রাফার (ইংলিশ): ২০। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১০। হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট: ২। হাউসকিপার (হসপিটাল): ৫। ফুড প্রোডাকশন (জেনারেল): ৪। এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স): ৬। এগজিকিউটিভ (মার্কেটিং): ১৫।

যোগ্যতা: অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বা বায়োলজি সহ বিএসসি পাশ।

ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট: ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ বিএসসি পাশ।

মেন্টেন্যান্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, বয়েলার অ্যাটেন্ড্যান্ট, মেশিনিস্ট, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার (হসপিটাল), ফুড প্রোডাকশন (জেনারেল): এইএসসি।

Advertisement

স্টেনোগ্রাফার (ইংলিশ) ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: এইচএসসি বা যে-কোনো গ্র্যাজুয়েট।

এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স): এমবিএ (এইচআর)/ এমএসডব্লু/ পার্সোনাল ম্যানজেমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে (দু বছরের পূর্ণ সময়ের) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

এগজিকিউটিভ (মার্কেটিং): এমবিএ (মার্কেটিং)/ মার্কেটিং ম্যানেজমেন্টে (দু বছরের পূর্ণ সময়ের) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: অ্যাটেন্ড্যান্ট অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স, মার্কেটিং)-এর ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, প্রতি মাসে স্টাইপেন্ড ৮৬৯৯ টাকা। মেন্টেন্যান্স মেকানিক, বয়লার অ্যাটন্ড্যোন্ট, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ও ফুড প্রোডাকশন (জেনারেল)-এর ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, প্রতি মাসে স্টাইপেন্ড ৭৭৩২ টাকা। ওয়েল্ডার, স্টেনোগ্রাফার ইংলিশ, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা এক বছর তিন মাস, স্টাইপেন্ড ৮৬৯৯ টাকা। হাউস কিপার (হসপিটাল) পদে ট্রেনিংয়ের সময়সীমা এক বছর ছ মাস, স্টাইপেন্ড ৭৭৩২ টাকা।

বয়সসীমা: অ্যাটেন্ড্যান্ট অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স, মার্কেটিং) ট্রেডে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বাকি ট্রেডগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ মে ২০১৯-এর মধ্যে এবং ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে।

 

২) বোর্ড অব অ্যাপ্রেন্টিস ট্রেনিং (বিওএটি) শূন্যপদ: ডিপ্লোমা (কেমিক্যাল): ১৯। ডিপ্লোমা (মেকানিক্যাল): ১৮। ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল): ১২। ডিপ্লোমা (ইনস্ট্রুমেন্টেশন): ৮। ডিপ্লোমা (সিভিল): ৩। ডিপ্লোমা (কম্পিউটার): ২। ডিপ্লোমা (মেজিকেল ল্যাব টেকনিক্যাল): ৫।

যোগ্যতা: ডিপ্লোমা (কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, কম্পিউটার): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

ডিপ্লোমা (মেকানিক্যাল ল্যাব টেকনিশিয়ান): মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইউনিফর্ম ও সেফটি ইকুইপমেন্ট কোম্পানি থেকে দেওয়া হবে।

বয়স: ১ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.rcfltd.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। রির্পোটিংয়ের সময় প্যান কার্ড ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত ফোটোকপি দেখাতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জুন ২০১৯ তারিখ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে actapprentice2019@rcfltd.com-এ মেল করতে পারেন। বাছাই প্রার্থীদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে। যে-কোনো একটি ডিসিপ্লিনের জন্য আবেদন করা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.05.2024 - 02:46:26
Privacy-Data & cookie usage: