রিজার্ভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোল

734
0
Current Affairs 1st March

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৯২৬ জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য যে প্রিলিমিনারি পরীক্ষা গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি হয়েছিল তার ফল বেরিয়েছে। এরপর মূল পর্বের পরীক্ষা সম্ভবত মার্চ মাসে হবে। সেই পরীক্ষায় বসার জন্য যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে:  https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/ASSI03032020.pdf

 

 

RBI, RBI Result