রেলের অ্যাসিঃ লোকো পাইলট পদের অ্যাপ্টিটিউড মকটেস্টের সুযোগ: জেনে নিন এখনই পরীক্ষা দিলে কত পেতেন

642
0
Railway Apprentice 2023

রেলের বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিটিউড টেস্টের প্রার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি। এই টেস্টের সুযোগ নিয়ে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি কার কতটা হয়েছে, অর্থাৎ এখনই অ্যাপ্টিটিউড টেস্ট দিলে কত নম্বর পেতেন তা যেমন বুঝে নিতে পারবেন তেমনই কোথায়-কোথায় ফাঁক আছে সেটাও বুঝে নিয়ে প্রস্তুতির মান সেই অনুযায়ী বাড়িয়ে নিতে বা মেরামত করে নিতে পারবেন। মকটেস্টের গাইডলাইন দেওয়া আছে এই লিঙ্কে: https://rdso.indianrailways.gov.in/works/uploads/File/ALPs%20Guidelines%20%20CBT%20Mode.pdf

মকটেস্টের সুযোগ পাবেন http://www.examprog.com/rail/rrb/index.php বা https://rdso.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,2,456 ওয়েবপেজে দেওয়া লিঙ্কে কিংবা সরাসরি এই লিঙ্কে লগইন করে:

https://dc4-g22.digialm.com//OnlineAssessment/index.html?1907@@M5

পরীক্ষার স্থান-কাল ইত্যাদি জানার ও ট্র্যাভেল পাস ডাউনলোডের লিঙ্কের কথা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=10853)।