রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিশিয়ান নিয়োগ অ্যাপ্টিটিউড পরীক্ষার ফল

668
0
Folafal Final New

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2018 (Assistant Loco Pilots & Technicians) অনুযায়ী যে কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিটিউড পরীক্ষা গত ১০ ও ২১ মে হয়েছে তার ফল বেরিয়েছে। দেখা যাবে নম্বরও (টোটাল স্কোর, কম্পোজিট স্কোর ও ৩০-এর মধ্যে কত দাঁড়াল, প্রার্থীর অবস্থান)। এবার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তার দিনক্ষণ যথাসময়ে জানানো হবে সংশ্লিষ্ট আরআরবি থেকে। ৪ জুনের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBAT%20Result%20_%20Final_04-06-19.pdf

নম্বর কীভাবে নির্ধারিত হয়েছে তার নমুনা দেখা যাবে এই লিঙ্কে: www.rdso.indianrailways.gov.in>Directorates>PsychoTechnical

ফল দেখা যাবে নিজের ইউজার আইডি (রেজিস্ট্রেশন নম্বর), পাসওয়ার্ড (জন্ম তারিখ) দিয়ে লগইন করে, এই লিঙ্কে:

http://rrbalp.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html