রেলের অ্যাসিঃ লোকো পাইলট/টেকনিঃ নিয়োগের কাট-অফ মার্কস

909
0
Railway Apprentice 2023

রেলে বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান পদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন ক্যাটেগরির নির্ধারিত কাট-অফ মার্ক্স আপলোড করা হয়েছে। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, কলকাতা মেট্রো রেল ও চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর শূন্যপদের জন্য অর্থাৎ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি কোড ২২) মাধ্যমে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের রেগুলার তালিকার কাট-অফ মার্কস দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/reg.pdf

সংযোজিত (‘অ্যাডিশনাল’) প্রার্থীদের তালিকা এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/sb.pdf

অন্যান্য আরআরবির তালিকা তাদের ওয়েবসাইটে দেখতে হবে।