রেলের অ্যাসিঃ লোকো পাইল্ট/টেকনিশিয়ান নিয়োগের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার তারিখ, সিলেবাস

1302
0
Net Exam Picture

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর CEN01/2018 (Assistant Loco Pilot and Technicians) অনুসারে প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফলাফল তৈরি হয়ে গেছে, আগামী ৫ নভেম্বর বা তার আগেই তা ওয়েবসাইটে দেওয়ার সম্ভাবনা। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য বিভিন্ন ট্রেডের সিলেবাসও প্রকাশ করা হয়েছে, সংশ্লিষ্ট ট্রেডের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত সিলেবাস জানা যাবে। এইসব তথ্য জানানো হয়েছে ৩০ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে, বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Final%20Notice%20for%20%202nd%20stage%20CBT_30-10-18.pdf

বিভিন্ন ট্রেডের সিলেবাস জানা যাবে এই ওয়েবপেজে সংশ্লিষ্ট ৫৭টি ট্রেডের আলাদা-আলাদা লিঙ্কে ক্লিক করে: http://www.rrbbnc.gov.in/syllabusf.html