রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান পদের আবেদনের ফি ফেরৎ চলছে

710
0
Railway Apprentice 2024

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নম্বর 01/2018 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট/টেকনিশিয়ান পদের পরীক্ষার্থীদের ফি ফেরৎ দেবার প্রক্রিয়া চলছে, শেষ হবে ২০ ডিসেম্বর। এবিষয়ে আমাদের পোর্টালে ইতিমধ্যে জানানো হয়েছে (https://jibikadishari.co.in/?p=8986)। যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যে ভুল থাকার কারণে টাকা ফেরৎ পাচ্ছেন না, তাঁদের ভুল শোধরানোর জন্য বিশেষ লিঙ্ক চালু হবে ২১ ডিসেম্বর থেকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির এই সংক্রান্ত ১৮ ডিসেম্বরের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://recruit-app.com/alptech2018_correction_of_bank_details