Site icon জীবিকা দিশারী

রেলের গ্রুপ-ডি গ্রুপ-সি অ্যাপ্লিকেশন স্টেটাস জেনে নিন


রেলের গ্রুপ-ডি ও গ্রুপ-সি (বিজ্ঞপ্তি নম্বর CEN 02/2018 ও CEN 01/2018)-র প্রায় ৯০ হাজার পদের জন্য আবেদনকারীরা নিজেদের আবেদনের অবস্থা জেনে নিতে পারেন। স্টেটাস জানা যাবে নিচের লিঙ্কগুলোতে।

গ্রুপ-ডি পদের জন্য বিজ্ঞপ্তি নম্বর CEN 02/2018 অনুযায়ী যাঁরা আবেদন করেছেন তাঁরা নিজেদের আবেদনের অবস্থা জানতে পারবেন http://www.rrbkolkata.gov.in/ লিঙ্কে হোম পেজের CEN 02/2018 বিজ্ঞপ্তি অংশের প্রথম প্যারায় লাল রংয়ে লেখা ‘ক্লিক অন দ্য অ্যাপ্লিকেশন স্টেটাস লিঙ্ক’, সেখান থেকে পরের পাতায় ‘ক্যান্ডিডেট লগইন’ (https://kolkata.rrbonlinereg.in/), সেখান থেকে পরের পাতায় (অর্থাৎ https://kolkata.rrbonlinereg.in/rrb-print.html লিঙ্কে) ‘সিলেক্ট ইয়োর আরআরবি টু লগইন’ (কলকাতা/ পাটনা/ ভুবনেশ্বর/ রাঁচি/ গুয়াহাটি ইত্যাদি যাঁর ক্ষেত্রে যেটি প্রযোজ্য) থেকে সংশ্লিষ্ট আরআরবির পাতায় গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও সঙ্গে দেওয়া সাঙ্কেতিক কোড (ক্যাপচা) লিখে নিজের দরখাস্তের অবস্থা জানতে পারবেন। যেমন কলকাতা আরআরবির ক্ষেত্রে জানতে পারবেন এই লিঙ্কে: https://kolkata.rrbonlinereg.com/regprint/ui_printlogin.aspx#no-back-button

একইভাবে, রেলের গ্রুপ-সি পদের জন্য বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2018 অনুযায়ী যাঁরা আবেদন করেছেন তাঁরা নিজেদের আবেদনের অবস্থা জানতে পারবেন http://www.rrbkolkata.gov.in/ লিঙ্কে হোম পেজের CEN 01/2018 বিজ্ঞপ্তি অংশের প্রথম প্যারায় লাল রংয়ে লেখা ‘ক্লিক অন দ্য অ্যাপ্লিকেশন স্টেটাস লিঙ্ক’, সেখান থেকে পরের পাতায় ‘ক্যান্ডিডেট লগইন’ (https://kolkata.rrbonlinereg.in/), সেখান থেকে পরের পাতায় (অর্থাৎ http://rrb7.rly-rect-appn.in/alptech2017/ লিঙ্কে) ‘সিলেক্ট অ্যাপ্লায়েড স্টেট’ (পশ্চিমবঙ্গ/ বিহার/ ওড়িশা/ ঝাড়খণ্ড/ অসম ইত্যাদি যাঁর ক্ষেত্রে যেটি প্রযোজ্য) থেকে সংশ্লিষ্ট রাজ্যের পাতায় গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও সঙ্গে দেওয়া সাঙ্কেতিক নিরাপত্তা কোড লিখে নিজের দরখাস্তের অবস্থা জানতে পারবেন। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানতে পারবেন এই লিঙ্কে: http://rrb7.rly-rect-appn.in/alptech2017/login.php?id=36

আবেদনের অবস্থা জানার এই সুযোগ পাওয়া যাচ্ছে আজ ১১ জুলাই বেলা ১২টা থেকে ২০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Exit mobile version