রেলের গ্রুপ ডি বাতিল আবেদনগুলির পুনর্বিচার

822
0
RRB Technician Recruitment 2024

রেলের গ্রুপ-ডি (লেভেল-১) পদে নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করে কোনো কারণে বাতিল হয়েছেন, তাঁদের বাতিলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সুবিচার চাওয়ার জন্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে বিশেষ একটি লিঙ্ক খুলে ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত (https://jibikadishari.co.in/?p=12389, https://jibikadishari.co.in/?p=12442)। বলা হয়েছছিল, সবার সব অভিযোগ খতিয়ে দেখা হচ্চে এবং সব পর্যালোচনার চূড়ান্ত রায় ও সেইমতো ব্যবস্থা সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস করে জানানো হবে আজ ৩১ আগস্ট। কিন্তু ৩০ আগস্টের নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযোগগুলির পর্যালোচনা চলছে এবং তারজন্য আরও কিছুটা সময় লাগবে, আগামী ৬ সেপ্টেম্বর রায় ও সেইমতো ব্যবস্থা সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস করে জানিয়ে দেওয়া হবে জানানো হবে। সেই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20cen-01_2019%20dated30.08.19.pdf