রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি নিয়োগের বাতিল হওয়া পরীক্ষার নতুন তারিখ, মকটেস্ট

517
0
Current Affairs 16th October

রেলের বিজ্ঞপ্তি নং CEN 03/2018 অনুযায়ী JE, JE(IT), DMS, CMA নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কোনো-কোনো কেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটি ইত্যাদির কারণে বাতিল হওয়ার পর নতুন তারিখ ঘোষিত হয়েছে, পরীক্ষা হবে আগামী ২৬-২৮ জুন। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীরা ই-কললেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ৪ দিন আগে। কার কোথায় সিট পড়েছে সেবিষয়ে প্রাসঙ্গিক তথ্যাবলি ও মকটেস্টের সুযোগ পাওয়া যাবে এই ওয়েবপেজে দেওয়া সংশ্লিষ্ট আরআরবির লিঙ্ক থেকে: https://kolkata.rrbonlinereg.in/cbt_exam.html

পুরো বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://kolkata.rrbonlinereg.in/

পরীক্ষার ধরন-ধারণ সহ প্রয়োজনীয় নানা তথ্য পাবেন এই লিঙ্কেও: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20Rescheduled%20CBT-I%20_1_.pdf