রেলের টেকনিশিয়ান পদের ৪র্থ আংশিক প্যানেল প্রকাশিত

1274
0
RRB Technician Recruitment 2024

রেলের বিজ্ঞাপন নং ০১/২০১৮ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট/টেকনিশিয়ান নিয়োগের পরীক্ষার ভিত্তিতে টেকনিশিয়ান গ্রেড-থ্রি (বিভিন্ন ডিপার্টমেন্টের) পদের আরও একটি আংশিক প্যানেল প্রকাশিত হল (এর আগেরগুলির কথা আমরা জানিয়েছিলাম গত ২৩ সেপ্টেম্বর https://jibikadishari.co.in/?p=13453, ১১ নভেম্বর https://jibikadishari.co.in/?p=13466 ও ২১ নভেম্বর https://jibikadishari.co.in/?p=13634 লিঙ্কে)। কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের সফল প্রার্থীদের এই নতুন তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/tech201219.pdf