রেলের পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধীদের প্রশ্নপত্র ও চিহ্নিত উত্তর সহ আন্সার-কি প্রকাশ

885
0
Railway Apprentice 2023

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং ০২/২০১৮ অনুযায়ী কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিয়ে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাঁরা ন্যূনতম সাফল্যমান পেয়েছেন তাঁদের স্কোরশিট, প্রশ্নপত্র, পরীক্ষার্থীর উত্তর ও সঠিক আন্সার-কি প্রকাশ করা হল। নিজের ইউজার আইডি (রেজিস্ট্রেশন নম্বর) ও পাসওয়ার্ড (জন্মতারিখ) দিয়ে ঢুকে দেখা যাবে, এই লিঙ্কে:

http://dc4-g22.digialm.com/EForms/configuredHtml/2022/57738/login.html

১২ এপ্রিলের এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে ওয়েবসাইটে (http://www.examprog.com/rail/rrb/index.php)।