রেলের প্যারামেডিকেল পদের আবেদনের ফি ফেরত

877
0
Railway Apprentice 2024

রেলের বিজ্ঞপ্তি নং CEN 02/2019 অনুযায়ী প্যারামেডিকেল কর্মী নিয়োগের পরীক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের মধ্যে যাঁরা ব্যাঙ্ক, ক্রেডিট/ডেবিট কার্ড ও ইউপিআইয়ের মাধ্যমে ফি দিয়েছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হয়েছে, হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যাঁরা পোস্ট অফিস বা পেটিএম-এর মাধ্যমে ফি দিয়েছেন তাঁদের জন্য একটা বিশেষ লিঙ্ক দেওয়া হয়েছে (https://rrbregonline.org/bankinfo/UI_Login.aspx#no-back-button), সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ঢুকে জানাতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত নেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যাবলি। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ২১ ফেব্রুয়ারি তারিখের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/REFUND.pdf

 

 

Rail, Railway Exam