Site icon জীবিকা দিশারী

রেলের CEN-03/2018-র বিধাননগরের পরীক্ষাও বাতিল

Railway Apprentice 2024

রেলের বিজ্ঞপ্তি নং CEN-03/2018 অনুযায়ী জুনিঃ ইঞ্জিনিয়ার, জুনিঃ ইঞ্জিনিয়ার (আইটি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য ২৪ মে তারিখে যে কম্পিউটার ভিত্তিক ১ম পর্যায়ের পরীক্ষা কলকাতার বিধাননগরের এলাগুন, মার্টিন বার্ন বিজনেস পার্ক-এ (সেন্টার কোড ৪১৩) প্রথম শিফটে অনুষ্ঠিত হয় সেটি এবং তার পরের দুই শিফটেরও পরীক্ষা প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।

নতুন তারিখ ঠিক হলে তা প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেল করে জানানো হবে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিংকে:

http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%20%20CEN%203-18%20Elagoon%2024-5-19.pdf

Exit mobile version