রেলে আরও ১৩ হাজার নিয়োগ শীঘ্রই, তাতে থাকবে না ইন্টারভিউ

905
3
nfr railway apprentice 2022

রেলে এবছর আরও ১৩ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে। সেই নিয়োগ হবে কেবল কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, কোনো ইন্টারভিউ তাতে থাকবে না। তাছাড়া আরপিএফের মাধ্যমে এবছর যে ১০,০০০ পদে  নিয়োগ হবে তার অর্ধেকই বরাদ্দ থাকবে মহিলাদের জন্য। রেলমন্ত্রী পীযূষ গয়াল ১২ আগস্ট সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, আরআরবিগুলি এখন রেলের গ্রুপ-সি ও গ্রুপ-ডির দেড়লক্ষাধিক পদে নিয়োগের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত আছে, সেই কাজ মিটে গেলেই আরপিএফের কনস্টেবল ও সাবইনস্পেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে তার লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে অ্যাডমিট কার্ড ছাড়ার ব্যবস্থা হবে।

তিনি বলেন, গ্রুপ-সির ৬৩,০০০ পদের জন্য আবেদন করেছেন প্রায় ১.৯ কোটি প্রার্থী। প্রথম দফায় গত ৯ আগস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রায় ৪.৮৩ লক্ষ প্রার্থীর, অর্থাৎ প্রতি ব্যাচে গড়ে প্রায় ১.৬ লক্ষ জন করে। ৯ তারিখের প্রথম দফার সেই পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭৪% প্রার্থী, মোট ৩,৫৯,৬০৫ জন। এটা রেলের সব পরীক্ষার মধ্যে সর্বকালীন রেকর্ড বলে জানানো হয়েছে।