রেলে গ্ৰুপ ডি পদে ছবি সংশোধনের সুযোগ

856
1

রেলে CEN 02/2018 বিজ্ঞপ্তির মাধ্যমে গ্ৰুপ ডি (লেভেল – ওয়ান) পদে নিয়োগের জন্য আবেদন পত্রের ছবি সংশোধন করার লিঙ্ক আপলোড করা হল।

ইতিমধ্যে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্যেও ছবি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল (https://jibikadishari.co.in/?p=6523)। এবার গ্ৰুপ ডি পদের জন্যেও ছবি সংশোধনের সুযোগ দেওয়া হল। যে সব প্রার্থীদের আবেদন পত্র ছবির জন্য বাতিল হয়েছে, তাঁদের ছবি সংশোধন করে নেওয়ার জন্য একবার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ২৮ জুলাই, ২০১৮ তারিখ পর্যন্ত ছবি সংশোধন করা যাবে। প্রার্থীদের ই-মেল-এও লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে “Important notice for CEN-02/2018 (Level-1 posts) – Photo Updation and Modification” লিঙ্কে ক্লিক করে সেখান থেকে “Click here to login and upload proper photograph” লিঙ্কে গিয়ে আপনার নিজের আবেদন করা “আরআরবি ” চয়েস করে সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর , ডেট অব বার্থ ও লিঙ্কে দেওয়া ক্যাপচা দিয়ে আপনার প্রোফাইলে ছবি সংশোধনের জায়গায় ঢুকে ছবি সংশোধন করে নিতে পারবেন।

কলকাতা আরআরবির ছবি সংশোধন করার লিঙ্ক –  http://www.rrbkolkata.gov.in/file/KOL%20photo%20modification228.html

অন্যান্য কিছু আরআরবি লিঙ্ক –

RRB Bhubaneswar – https://bhubaneswar.rrbonlinereg.com/regprint/ui_printlogin.aspx#no-back-button

RRB Patna – https://patna.rrbonlinereg.com/regprint/ui_printlogin.aspx

RRB Ranchi – https://ranchi.rrbonlinereg.com/regprint/ui_printlogin.aspx#no-back-button