রেলে জুনিঃ ইঞ্জিঃ ইত্যাদি নিয়োগ পরীক্ষার স্কোরকার্ড, দ্বিতীয় পর্যায়ের জন্য কললেটার, মকটেস্ট, ফ্রি পাস, অন্যান্য তথ্য

908
0
RRB Technician Recruitment 2024

রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিঃ ইঞ্জিঃ (আইটি), ডিএমএস, সিএমএ নিয়োগের কেন্দ্রীভূত বিজ্ঞপ্তি নং ০৩/২০১৮ অনুযায়ী প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা সেই পরীক্ষায় পাওয়া নম্বর দেখে নিতে পারেন, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার (২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর) কললেটার ডাউনলোড করে নিতে পারেন, পরীক্ষাকেন্দ্রে যাবার পথনির্দেশ পেতে পারেন, তপশিলিরা ফ্রি রেলপাস পেতে পারেন। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীরা লিঙ্ক পাবেন এই ওয়েবপেজে: https://kolkata.rrbonlinereg.in/.

২৪ আগস্টের এই ঘোষণা দেখা যাবে এই ওয়েবপেজে দেওয়া লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/index.php

পরীক্ষাকেন্দ্রগুলির পুরো তালিকা পাবেন এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/How%20%20to%20Reach%20at%20venue%203-18%20(1).pdf