Site icon জীবিকা দিশারী

রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষার তারিখ

RRB Technician Recruitment 2024

রেলের বিজ্ঞপ্তি নং CEN-03/2018 অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদের জন্য চূড়ান্ত সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এগজামিনেশনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ই-কললেটারেও তা জানানো হবে, সঙ্গে জানানো হবে কোনো অনুমোদনযোগ্য কারণে ওই তারিখে উপস্থিত হতে না পারলে কবে পরবর্তী তারিখ হবে। শুরু হবে ১৮ নভেম্বর চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত, মাঝে ছুটির দিনগুলি বাদে। কাকে কবে কখন উপস্থিত হতে হবে তার তালিকা পাবেন এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/CEN_03_2018_DV_Date_WEB.pdf

Exit mobile version