রেলে ৬২৯০৭ জন গ্রুপ-ডি কর্মী আর ২৬৫০২ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য দরখাস্ত জমা পড়েছে মোটামুটি ২ কোটি ৩৭ লক্ষ। ওই রেকর্ডসংখ্যক দরখাস্ত জমা পড়ার ফলে পূর্বঘোষিত মতো এপ্রিল-মে নাগাদ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায়নি। রেলমন্ত্রকে দরখাস্ত স্ক্রুটিনির কাজ এখনও জোরকদমে চলছে, জুলাইয়ের ১ম সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হবে আশা করা যায়। তারপর প্রার্থী বাছাইয়ের পরীক্ষার আয়োজন করার জন্য দায়িত্ব দেওয়া হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির হাতে, কোনো নোডাল বোর্ডের তত্ত্বাবধানে। তারপর নির্ধারিত হবে পরীক্ষার দিনক্ষণ। গতকাল ২৭ জুন নয়াদিল্লিতে সাংবাদিকদের এবিষয়ে জানিয়েছেন ভারতীয় রেলমন্ত্রকের তথ্য ও প্রচার অধিকর্তা রাজেশ ডি বাজপেয়ী। তার আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির চেয়ারম্যানরাও এক সম্মিলিত বিজ্ঞপ্তিতে (RRB/SBC/RT/ADVT/06/2018) একথা জানিয়েছেন (http://www.rrbkolkata.gov.in/download/intrim-ntc-eng.pdf)।
গ্রুপ-সি ও গ্রুপ-ডির ওই ৮৯৪০৯টি শূন্যপদের জন্য দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ানের পদের জন্য ৩ ফেব্রুয়ারি এবং গ্রুপ-ডি পদগুলির জন্য ১০ ফেব্রুয়ারি। দুক্ষেত্রেই অনলাইনে দরখাস্ত নেওয়া হয় ৩১ মার্চ পর্যন্ত।