রেল গ্ৰুপ ডি : বনধের জন্য অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেবে রেল

1231
0

আজকের রেলের গ্ৰুপ ডি পদের পরীক্ষা অর্থাৎ ২৬ সেপ্টম্বর, ২০১৮ তারিখের পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে জানাল আরআরবি।

২৬ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক বনধ সংগঠিত হয়। সে কারণে এই দিন যাঁদের রেলের পরীক্ষা ছিল সেইসব পরক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যে কারণে যে সমস্ত প্রার্থীরা এই দিন এই রাজ্যে পরীক্ষা দিতে পারেননি, তাঁদের নতুন একটি পরীক্ষার তারিখ জানানো হবে। রেলের একটি বিজ্ঞপ্তিতে জানায় হয়েছে আগামী ১৬ অক্টোবর, ২০১৮ পর এই পরীক্ষার তারিখ ফেলা হবে।  এই বিষয়ে পরীক্ষার্থীদের কাছে ই-মেল্, ফোন এসএমএস -এর মাধ্যমে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি – http://www.rrbkolkata.gov.in/download/Notice%20on%20CBT%20_%20WB_26-09-18.pdf

 

Rail Exam, Rail Group D Exam, Rail Re-exam