লেডি কনস্টেবল নিয়োগে প্রেসিডেন্সি রেঞ্জের শারীরিক সক্ষমতা পরীক্ষার স্থান বদল

1192
0
WB Police Interview date

রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে লেডি কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক মান ও শারীরিক সক্ষমতার যে পরীক্ষা আগামী ২০ আগস্ট ব্যারাকপুরের মঙ্গল পান্ডে উদ্যানের এসএপি সেকেন্ড ব্যাটেলিয়নের প্যারেড গ্রাউন্ডে হবার কথা ছিল সেই পরীক্ষার স্থান পরিবর্তন করা হয়েছে। ১৮ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, ওই পরীক্ষা ওইদিনই ওই উদ্যানেই এসএপি থার্ড ব্যাটেলিয়নের প্যারেড গ্রাউন্ডে একই সময়ে হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের যে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে সেই অ্যাডমিট কার্ড নিয়েই থার্ড ব্যাটেলিয়নের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হতে হবে।