লোকসভা সচিবালয়ে ৪০ সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের আবেদনের শেষ তারিখ

743
0

লোকসভা সচিবালয়ে (অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ-১) বিজ্ঞপ্তি নং 1/2020/AN-I অনুযায়ী ডেপুটেশন ভিত্তিতে ৪০ জন সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ মূল বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ দিন অর্থাৎ ১৫ মে পর্যন্ত। সেই অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ইত্যাদি নির্ণয়ের তারিখও হবে ১৫ মের হিসাবে। এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/corrigendum.pdf

নিয়োগের ওই মূল বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল এই লিঙ্কে: http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/ADVT_for_Secretariat_Assistant.pdf আবেদন নিজ-নিজ নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে ফরোয়ার্ড করতে বলা হয়েছিল।