শান্তিনিকেতনের প্রতিষ্ঠানে শিক্ষক, টাইপিস্ট

976
0
Teacher recruitment 2022

ইনস্ট্রাক্টর ইন চাইল্ড ডেভেলপমেন্ট ও টাইপিস্ট নিয়োগ করবে শান্তিনিকেতনের এল্‌ম্‌হার্স্ট ইনস্টিটিউট অব কমিউনিটি স্টাডিজ। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।

প্রথম পদের জন্য যোগ্যতা লাগবে হোম সায়েন্স/ হিউম্যান ডেভেলপমেন্ট/ সাইকোলজি/ এডুকেশন (ইসিসিই)/ হোম সায়েন্স (সিডি)-তে মাস্টার ডিগ্রি বা এমএ (বিএড)। বয়সসীমা ৪০ বছর। সাম্মানিক দেওয়া হবে মাসে ১০০০০ টাকা।

টাইপিস্ট পদের জন্য যোগ্যতা দরকার অন্তত গ্র্যাজুয়েট ডিগ্রি, সঙ্গে কম্পিউটার জানা ও মিনিটে ৩০ শব্দ টাইপ করার গতি। সাম্মানিক দেওয়া হবে মাসে ৭৫০০ টাকা।

সরাসরি ইন্টারভিউ হবে আগামী ৮ জানুয়ারি বেলা ১১টায়। ওইদিন নিজের বায়োডেটা, যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও ১ সেট জেরক্স সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে। এই ঠিকানায়:

Secretary (Officiating), Elmhirst Institute of Community Studies, Santiniketan, Birbum

পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.birbhum.gov.in/Jobs/DSWO_Job2_241218.pdf